ভারতের বিখ্যাত ইলেকট্রিক বাইক ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান আলট্রাভায়োলেট নতুন বৈদ্যুতিক অফ-রোড এন্ডুরো বাইক। মডেল আলট্রাভায়োলেট শকওয়েভ।
এই ইলেকট্রিক মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১.৭৫ লাখ রু। তবে, প্রথম ১০০০ ক্রেতার জন্য বিশেষ ছাড়ে দেওয়া হচ্ছে। প্রথম এক হাজার ক্রেতা এটি মাত্র ১.৫০ লাখ রুপি মূল্যে কিনতে পারবেন।
শকওয়েভ একটি সম্পূর্ণ নতুন লাইটওয়েট প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। যা মূলত রোডস্টার ও অফ-রোড বাইকের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
সাধারণ ট্র্যাক-অনলি এন্ডুরো বাইকের তুলনায়, এটি একটি স্ট্রিট-লিগ্যাল (সড়কে চালানোর উপযোগী) অফ-রোড মডেল। অর্থাৎ রাস্তায় চালালে পুলিশ ধরবে না।
এই ই-বাইকে ১৪.৫ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সঙ্গে যুক্ত। সম্পূর্ণ চার্জে এটি ১৬৫ কিলোমিটার আইডিসি রেঞ্জ প্রদান করতে সক্ষম।
আলট্রাভায়োলেট শকওয়েভ ০-৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে মাত্র ২.৯ সেকেন্ড সময় নেয়। এই বাইকটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
এছাড়াও, এর কার্ব ওয়েট মাত্র ১২০ কেজি, যা এটিকে আরও দ্রুত এবং চটপটে করে তুলেছে। বাইকটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা।
নতুন আলট্রাভায়োলেট শকওয়েভ মডেলে চারটি ট্রাকশন কন্ট্রোল মোড, সুইচেবল ডুয়াল-চ্যানেল এবিএস এবং ছয় স্তরের ডায়নামিক রিজেনারেশন টেকনোলজি যুক্ত করা হয়েছে।
বাইকটি ১৯/১৭ ইঞ্চির তারকাঁটা (wire-spoke) চাকা ব্যবহার করে, যা ৯০/৯০ আর১৯ ও ১১০/৯০ আর১৭ ডুয়াল-পারপাস টায়ারে আবৃত। বাইকটি দুইটি রঙের বিকল্পে বাজারে এসেছে-কসমিক ব্ল্যাক এবং ফ্রস্ট হোয়াইট।