ওয়ানপ্লাস ১৫টি: ম্যাগনেটিক স্ন্যাপ কেসসহ নতুন অ্যাক্সেসরি

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ১৫ সিরিজে নতুন একটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ওয়ানপ্লাস ১৫টি নামের এই ফোনটি ইতোমধ্যেই বিভিন্ন লিক ও গুঞ্জনে আলোচনায় এসেছে। সিরিজের তৃতীয় মডেল হিসেবে ফোনটি শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরে আসতে পারে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, কোম্পানি ফোনটির অ্যাক্সেসরিজের ট্রায়াল প্রোডাকশন শুরু করেছে-যা লঞ্চের প্রস্তুতির ইঙ্গিত দেয়।

টিপস্টারের তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১৫টি-এর জন্য তৈরি হচ্ছে ম্যাগনেটিক স্ন্যাপ কেস, যা হোয়াইট অথবা গ্রে রঙে আসতে পারে। পাশাপাশি ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।

লিক অনুযায়ী, ফোনটিতে থাকবে ৬.৩ ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট ডিসপ্লে, যা সম্ভবত অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। ফোনটির মেটাল ফ্রেম থাকবে এবং এতে যুক্ত হবে থ্রিডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারির ক্ষমতা হতে পারে সর্বনিম্ন ৭,০০০ এমএএইচ-এর বেশি।

ক্যামেরা ও প্রসেসর সংক্রান্ত লিক
ক্যামেরা সেটআপে ফোনটির পেছনে থাকবে টেলিফটো সেন্সর। আগের গুঞ্জন অনুযায়ী, এতে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ-

>>৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর

>>৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স

প্রসেসরের ক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫, যা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ফ্ল্যাগশিপ চিপসেট।

লঞ্চ টাইমলাইন ও বাজার পরিকল্পনা
গুঞ্জন অনুযায়ী, ওয়ানপ্লাস ১৫টি ২০২৬ সালের প্রথমার্ধে চীনে লঞ্চ হতে পারে। অন্যদিকে ভারতীয় বাজারে ফোনটি ওয়ানপ্লাস ১৫এস নামে আসার সম্ভাবনাও রয়েছে।

ওয়ানপ্লাস ১৫টি কমপ্যাক্ট আকারে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেওয়ার ধারণা নিয়ে আসতে চলেছে। লিক হওয়া স্পেসিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে, ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারির দিক থেকে এটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় টেকপ্রেমীরা।

image

আপনার মতামত দিন