আপডেট ভার্সনে ৬ গিয়ারের বাইক আনল ডুকাতি

প্রকাশ: বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
ইতালির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি নতুন প্রজন্মের স্ক্র্যাম্বলার বাইক আনল। আপডেট ভার্সনে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

প্রিমিয়াম মোটরসাইকেল তৈরির জন্য ডুকাটির সুখ্যাতি পৃথিবী জুড়ে। যদিও এই বাইকের দাম চড়া। বাংলাদেশে ডুকাতির তৈরি মোটরসাইকেল দেখা না গেলেও ভারতে বিক্রি হয়। নতুন স্ক্র্যাম্বলার বাইকও ভারতে পাওয়া যাবে।

আইকন ডার্ক এবং ফুল থ্রটেল, স্ক্র্যাম্বলারের ২০২৫ মডেল হিসাবে আনা হয়েছে এই বাইক। শিগগিরই মডেলটি ভারতের রাস্তায় দেখা যাবে।

এর আগে ২০২৩ সালে দ্বিতীয় প্রজন্মের ডুকাতি স্ক্র্যাম্বলার ভারতে এসেছিল। এবার আসছে তৃতীয় প্রজন্মের মডেল। এটি প্রতিষ্ঠানটির বেস্ট সেলিং মোটরবাইক।

আইকন ডার্ক ও ফুল থ্রটোল মডেল দুইটির কারিগরি বৈশিষ্ট্য সমান। পার্থক্য বলতে গ্রাফিক্স এবং ডিজাইনে কিছু তারতম্য রয়েছে। আইকন ডার্ক মডেলটি এখন ফুয়েল ট্যাঙ্কে ব্ল্যাক অন ব্ল্যাক গ্রাফিক্সসহ পাওয়া যায়। উইংয়ে রয়েছে ডুকাটি লোগো। এর ইঞ্জিন, হুইল, সাইড প্যানেল এবং ফ্রেমে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে।

ডুকাতি স্ক্র্যাম্বলারের ফুল থ্রটোল মডেলটি গোল্ডেন হুইল, বাই ডিরেকশনাল কুইক শিফটার, টার্মিগননি এগজস্ট সিস্টেম এবং অল এলইডি লাইটিংয়ের দেখা মিলেছে। ফুয়েল ট্যাঙ্কে রয়েছে ডুকাটি স্ক্র্যাম্বলার ডেকাল।

ডুকাতি স্ক্র্যাম্বলার পূর্বের তুলনায় চার কেজি ওজন ঝরাতে সক্ষম হয়েছে। এতে রয়েছে একটি ৮০৩ সিসি টু ভালভ, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৮,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭৩ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ৬৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ছয় গতির গিয়ার।
image

আপনার মতামত দিন