হিরো ইলেকট্রিক বাইক ভিডা ভি১। এই গাড়ির আপডেট ভার্সন প্লাস মডেল। যা ইলেকট্রিক বাইকের বাজারে ভীষণ জনপ্রিয়। এটি দেখতে যেমন আকর্ষণীয়। তেমনি দামও হাতের নাগালে।
হিরোর এই ইলেকট্রিক বাইক ফুল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। কোম্পানির দাবি যে এই স্কুটারটির রানিং খরচ প্রতি কিলোমিটারে ১৮ পয়সা মাত্র।। যদি সেই অনুযায়ী দেখা যায়, আপনি মাত্র ১৮ টাকায় ১০০ কিমি দূরত্ব কভার করতে পারবেন।
যদি আমরা চার্জিং সময়ের কথা বলি, আপনি যদি ঘরে বসে ব্যাটারি চার্জ করেন, তবে এটি চার্জ হতে ৫ ঘন্টা ৫৫ মিনিট সময় নেবে। এমনকি পার্কিং পোর্টেবল চার্জারের সাহায্যে এই ইলেকট্রিক স্কুটারটি চার্জ হতে ৫ ঘন্টা ৫৫ মিনিট সময় নেয়।
ভারতে এই ইলেকট্রিক স্কুটির দাম ১ লাখ ২ হাজার ৭০০ রুপি। হিরো এই মডেলে একটি ৩.৪৪ কিলোওয়াট ব্যাটারি দিয়েছে।