হোন্ডার ১০০০ সিসির শক্তিশালী ইঞ্জিনের বাইক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
 অনেকেই হায়ার সিসির বাইক পছন্দ করেন। শুধুমাত্র অধিক গতির জন্যই নয়, এসব বাইক পারফরমেন্সেও সেরা। এমনই একটি মডেল হোন্ডা সিবিআর১০০০আরআর-আর মডেল।

সম্প্রতি এই মডেলের স্পেশাল এডিশন বাজারে এসেছে। ফায়ারব্লেড এসপি কার্বন এডিশন নামে ব্র্যান্ডিং হচ্ছে। দুর্দান্ত একটি হায়ার সিসির বাইক এটি। এতে রয়েছে ১০০০ সিসির শক্তিশালী ইঞ্জিন। যা কিনা প্রাইভেট কারকেও হার মানায়।

বাস্তবিকতার দিক থেকে সামান্য পিছিয়ে থাকলেও ১০০০ সিসি ইঞ্জিন যুক্ত বাইকের অনুরাগীর কিন্তু অভাব নেই। এমন বাইকের কথা শুনলেই রাইডিংয়ের নেশা মাথায় চাপে এমন বহু রাইডার রয়েছে। সেই সমস্ত ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে নতুন প্রজন্মের একটি বাইক আনল হোন্ডা। দর্শনের দিক থেকে এটি যেমন দুর্দান্ত লুক পেয়েছে তেমনি পাওয়ারে অনন্য।

হোন্ডা সিবি১০০০আরআর-আর ফায়ারব্লেড এসপি কার্বন এডিশনের এই বাইকটি সম্পূর্ণ কার্বন ফাইবার দ্বারা নির্মিত। এমনকি ফেয়ারিং, উইঙ্গলেট, এয়ারবক্স কভার এবং ইঞ্জিন কভারও কার্বন ফাইবারে তৈরি। আবার আপাদমস্তক কালো রঙ মডেলটির শোভা কয়েকগুন বাড়িয়ে তুলেছে। উল্লেখযোগ্য বিষয়, বডি ওয়ার্ক ইউভি (আলট্রাভায়োলেট) প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ দীর্ঘক্ষণ রোদে ফেলে রাখলেও রঙ ফিকে হয়ে যাওয়ার কোন আশঙ্কা নেই।

সেগমেন্টের সেরা উপাদান দ্বারা প্রস্তুত করা হয়েছে এই ‘দানবাকৃতি’ বাইক। যেমন এতি উপস্থিত অ্যাডজাস্টবল সাসপেনশন ও ব্রেম্বো ব্রেক। এতে একগুচ্ছ ইলেকট্রনিক ফিচার দেওয়া হয়েছে। হোন্ডা জানিয়েছে, এটি রেসিং মডেল আরসি২১৩ভি মটোজিপি বাইক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

শক্তির উৎস হিসেবে হোন্ডার এই হায়ার সিসির বাইকে দেওয়া হয়েছে ১০০০ সিসি, ইন-লাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ২০০ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। মোটরকে গতির ছন্দে তাল মেলাতে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

image

আপনার মতামত দিন