ইলেকট্রিক বাইক কিনলে আইফোন ফ্রি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইলেকট্রিক বাইক কিনলে আইফোন ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় একটি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। এছাড়াও মিলবে নগদ ছাড়! এই অভাবনীয় ছাড় ও উপহারের ঘোষণা দিয়েছে ওবেন নামের ইলেকট্রিক টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান। ওবেন রোর মডেলের সঙ্গে এই অফার ঘোষণা করা হয়েছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের ওবেন রোর মডেলে ৩০ হাজার রুপি ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও এই বৈদ্যুতিক বাইক কিনে জিতে নিতে পারেন আইফোন ১৫ মডেল ও আইপ্যাডও।  

ইলেকট্রিক বাইকটির বর্তমান বাজার দর ১ লাখ ২০ হাজার রুপি। এছাড়াও কোম্পানি পাঁচ বছরের পর্যন্ত দুর্ঘটনা ওয়ারেন্টি এবং আইফোন ১৫, আইপ্যাড মিনি এবং সনির হেডফোন জিতে নেওয়ার সুযোগ দিয়েছে। 

ওবেন রোর মডেলের ইলেকট্রিক বাইকে ৮ কিলোওয়াট আওয়ারের মোটর দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ১০০ কিমি পর্যন্ত ছুটতে পারে এই ই-বাইক।

এছাড়াও মাত্র ৩ সেকেণ্ডে 0 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় গতিতে ছোটার ক্ষমতা আছে এই ইলেকট্রিক বাইকটির। যা অনেক ইলেকট্রিক বাইকেই এই মুহূর্তে নেই। একবার ফুল চার্জে ১৮৭ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ফার্স্ট চার্জারের সুবিধা আছে। শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে মাত্র ২ ঘণ্টা সময় নেয়।
image

আপনার মতামত দিন