কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আরআর নতুন সুপার বাইক

প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
জাপানি কাওয়াসাকি নিনজা সিরিজের নতুন সুপার বাইক আনল। যার মডেল ২০২৫ কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আরআর। ভারতের বাজারে এই বাইকের দাম সাড়ে নয় লাখ রুপি। আপডেট হিসাবে একটি নতুন কালার অপশন পেয়েছে।

নতুন কালার অপশন ছাড়া আর বিশেষ কিছুই আপডেট পায়নি ২০২৫ এডিশনের কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আআর মডেল। শক্তির উৎস হিসাবে এই মোটরসাইকেলে রয়েছে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড, ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন।

এটি থেকে ১৪,৫০০ আরপিএম গতিতে ৭৭ বিএইচপি শক্তি এবং ১৩,০০০ আপরিএম গতিতে ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। ব়্যাম এয়ার ব্যবহারের মাধ্যমে এটি থেকে ১৪,৫০০ আরপিএম গতিতে ৮০ বিএইচপি শক্তি পাওয়া যাবে। ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স।

স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে, নতুন নিনজা বাইকে একটি তীক্ষ্ণ ফেয়ারিং, টুইন-এলইডি হেডলাইট এবং একটি আপসোয়েপ্ট টেল রয়েছে। বডিওয়ার্কের হিসাবে দেওয়া হয়েছে একটি হাই-টেনসিল স্টিল ফ্রেম। ইউএসডি ফর্ক এবং ব্যাক-লিংক মোনোশক সাসপেনশনে ছুটবে এই বাইক।

১৭ ইঞ্চি হুইল যুক্ত এই বাইকে ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ২৯০ মিমি ডুয়েল ফ্রন্ট এবং ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এর ওজন ১৮৯ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিলিমিটার।

ফিচারের প্রসঙ্গে বললে, নতুন এডিশনের নিনজা জেডএক্স-৪আরআর মডেলে রয়েছে চারটি রাইডিং মোড-স্পোর্ট, রোড, রেইন অথবা কাস্টম। এতে ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে কালার টিএফটি ডিসপ্লে।
image

আপনার মতামত দিন