রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান তিন দিনের অটোমোবাইল ও অটোমোটিভ টু-হুইলার বা মোটরসাইকেল প্রদর্শনীতে দেখা মিলছে নতুন গাড়ির সঙ্গে নতুন প্রযুক্তিও।
ক্রেতাদের জন্য ছাড় দিচ্ছে নামি-দামি মোটরগাড়ি, মোটরসাইকেল, ইঞ্জিন ওয়েল, গাড়ির যন্ত্রাংশ সরবারহকারী প্রতিষ্ঠান। আবার এই ছাড়ে পছন্দের গাড়ি কিনতে ঋণ দিচ্ছে ইস্টার্ন, এনআরবি, কমার্সসহ বিভিন্ন ব্যাংক।
শুক্রবার (২মে) ছুটির দিনে নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করছেন ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’ এবং ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’ এক্সপোতে। একই ভেন্যুতে পাশাপাশি চলছে দুইটি মেলা। প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেনের মতো ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এসইউভি, এমইউভি এবং থ্রিহুইলার্সও আছে প্রদর্শনীতে। গাড়ি, মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহন, যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করা হচ্ছে। ১ নম্বর হলে বাণিজ্যিক যানবাহন, ২ নম্বর হলে দুই চাকার যান, আর ৩ ও ৪ নম্বর হলে চার চাকার যানবাহন প্রদর্শিত হচ্ছে। লুব্রিকেন্ট থেকে শুরু করে হেলমেট ব্লুটুথ সবই ছিল এক্সপোতে।
মেলায় মোটরসাইকেল ব্র্যান্ড স্প্রিডওজি-তে দেখা গেলো পালসারের একটি নতুন ভ্যারিয়েশন। নতুন এ বাইকটির বিশেষত্ব হলো প্রজেক্টর হেডলাইট ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। প্রদর্শনী উপলক্ষে মূল্য ছাড়ও দেয়া হচ্ছে এখানে। পালসার এফ-২৫০ মডেলের এ গাড়িটিতে ১৫ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এক্সপ্লয়েট ই বাইকে দেয়া হচ্ছে ৫ হাজার টাকা ছাড়। অ্যাপ ইন্সটলের রাসেল ড্র তে পুরস্কার দিচ্ছে ই বাইক।
ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা নাহিদ হাসান জানান, তাদের ব্যাংক থেকে গাড়ি কিনতে পাঁচ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পার্সোনাল ঋণের ক্ষেত্রে আরও ২০ লাখ টাকা বেশি ঋণ দেওয়া হবে। গাড়ির ধরন, দাম ভেদে ঋণের তারতম্য হবে।
মেলা নিয়ে -গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, এই মোটর শো’তে সাম্ভাব্য ক্রেতাদের সামনে তুলে ধরার পাশপাশি আকর্ষণ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রযুক্তির পরিবর্তিত সময়ে মোটর শো, বাইক শো, অটো পার্টস শো ও কর্মার্শিয়াল অটোমোটিভ শো এবং ইভি রয়েছে। আমি মনে করি, এখন ডিজিটাল ক্যাম্পেইনিং ও এক্সিবিশনের বিকল্প নেই।