র‌য়্যাল এনফিল্ড উন্মাদনায় বাড়ছে ইফাদ অটোসের শেয়ারের দাম

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস। সপ্তাহজুড়ে চলতে থাকা দরপতনের মধ্যেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৫ টাকা ৩০ পয়সা বা ২৪ শতাংশের বেশি বেড়েছে। তাতে সপ্তাহ শেষে এটির দাম বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ৩০ পয়সায়।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড বাজারজাত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত সোমবার। বাংলাদেশের বাজারে আলোচিত এই মোটরসাইকেল এনেছে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মোটরস।

সপ্তাহজুড়ে তরুণ ও বাইকপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ডই ছিল আলোচনার কেন্দ্রে। তরুণ ও বাইকপ্রেমীদের তুমুল এই আগ্রহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। এ কারণে দরপতনের বাজারেও কোম্পানিটির শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

তবে কোম্পানি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রয়্যাল এনফিল্ড নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়লেও তাতে লাভবান হবে না শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস। কারণ, রয়্যাল এনফিল্ড বাজারজাতের সঙ্গে যুক্ত রয়েছে একই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মোটরস। আর বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস। একই গ্রুপের প্রতিষ্ঠান হলেও দুই কোম্পানির ব্যবসা ও আর্থিক হিসাবও আলাদা। ফলে এই মোটরবাইক বিক্রির আর্থিক কোনো সুবিধা পাবে না ইফাদ অটোস। এই সুবিধা পাবে গ্রুপের অন্য প্রতিষ্ঠান।

কিন্তু শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেশির ভাগেরই ধারণা ছিল রয়্যাল এনফিল্ড নিয়ে তরুণদের মধ্যে যে সাড়া, তার সুফল ইফাদ অটোস পাবে। এ কারণে কোম্পানির আয় বা ব্যবসা বাড়তে পারে-এ আশায় বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের কোম্পানি সচিব সাজ্জাদ হোসেন তালুকদার বলেন, রয়্যাল এনফিল্ড বাজারজাতকারী ইফাদ মোটরসের সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। দুটি প্রতিষ্ঠান একই গ্রুপের হলেও ব্যবসা ভিন্ন ভিন্ন। ফলে রয়্যাল এনফিল্ডের বিক্রির কোনো সুফল ইফাদ অটোস পাবে না।

এদিকে গত সোমবার রাজধানীতে রয়্যাল এনফিল্ডের বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ইফাদ অটোসের শেয়ারের লেনদেন ও শেয়ারের দাম লাফিয়ে বাড়তে শুরু করে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-এই তিন দিনেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ টাকা বেড়েছে। আর এ সময়ে হাতবদল হয়েছে প্রায় ৩৪ লাখ শেয়ারের।
image

আপনার মতামত দিন