চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। সংশ্লিষ্ট ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজের আইডিতে পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন। 

উল্লেখ্য, গত ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিষয়, আইন অনুষদভুক্ত আইন, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ রয়েছে। 

ইউনিটিতে ভর্তি পরীক্ষায় বসতে আবেদন করেন ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘ডি’ ইউনিট ও 'ডি-১' উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ৯৮৮টি। আসনপ্রতি প্রায় ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশ নেন।
image

আপনার মতামত দিন