শিক্ষা ও শিল্পখাতের মধ্যে ব্যবধান হ্রাসে ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক এক উদ্যোগ গ্রহণ করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এ উদ্যোগের অধীনে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ইউসিবিডি ক্যাম্পাসে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে প্রথম সংলাপ।
আয়োজনে আরিফ খান ‘দ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সিস্টেমস-ইন্ট্যারাকশন বিটুইন মানি মার্কেটস অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক এক তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। নিজের বিস্তৃত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বাংলাদেশের আর্থিক খাত সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক হযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর সাথে দেশের আর্থিক খাতের তুলনাও উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের ব্যাংকিং খাত ও ইক্যুইটি মার্কেটের সার্বিক অবস্থা বিশ্লেষণ করেন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে মূলধন সংগ্রহের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা সবিস্তারে আলোচনা করেন।
উপস্থাপনায় আরিফ খান বৈশ্বিক অর্থনীতির যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো ঘটছে, তা বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ভবিষ্যতে কীভাবে সফলভাবে একটি উন্নত অর্থনীতিতে পরিণত হতে পারে, তার রূপরেখা নিয়ে ধারণা প্রদান করেন। বক্তব্যের শেষাংশে ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব পরিচালনা করেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সিনিয়র লেকচারার দেওয়ান মুহাম্মদ নূর-এ-ইয়াজদানি। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বাংলাদেশের ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক ঋণ এবং বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
বক্তব্য প্রদানকালে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান বলেন, “আমাদের বাজার ও ব্যবসায়িক খাতে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সে সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক ধারণা অর্জনের পাশাপাশি বাস্তবিক বিষয়গুলো সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। ইউসিবিডি’র ‘ক্যাম্পাস টু করপোরেট প্রোগ্রাম’ একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত বাস্তবতার সাথে পরিচয় লাভ করবে এবং কীভাবে তারা তাদের শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে, তা বুঝতে পারবে। মেধাবী তরুণদের মাঝে নিজের ধারণা ও অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।”
ইউসিবিডি’র ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগের অধীনে ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপ আয়োজন করা হবে, যেখানে শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ইউসিবিডির আন্তর্জাতিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।
এ বিষয়ে, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল বলেন, “অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীদের বাস্তব জীবনে তাদের জ্ঞান ও দক্ষতার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করা। আমাদের ‘ক্যাম্পাস টু করপোরেট’ সংলাপের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবসায়িক খাত নিয়ে বাস্তব ধারণা প্রদানের পাশাপাশি ভবিষ্যতে তাদের ক্যারিয়ারের সফলতায় প্রয়োজনীয় ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করা হবে।”
ইউসিবিডি’র এ উদ্যোগের মাধ্যমে দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীরা শিক্ষার্থীদের সাথে নিজেদের ধারণা ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এক্ষেত্রে, আগ্রহীরা president@ucbd.edu.bd -এ ই-মেইলে যোগাযোগ করতে পারেন।