বিনামূল্যে শতভাগ বৃত্তিসহ ট্রেনিং দিচ্ছে ক্রিয়েটিভ আইটি

প্রকাশ: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
মহামারি করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। এরই প্রভাব পড়েছে বাংলাদেশের সব সেক্টরে। আইটি সেক্টরও প্রায় থেমে গেছে।

এমন নাজুক পরিস্থিতিতে প্রযুক্তি দক্ষতা উন্নয়নে অনলাইনে বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করেছে ক্রিয়েটিভ আইটি। এই উদ্যোগে ৫০০ জনকে মোট ৯টি কোর্সে দিচ্ছে শতভাগ বৃত্তি দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোর্সগুলোর মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, অ্যাডবি ইনডিজাইন, ইউএক্স/ইউ আই ডিজাইন, ১২ দিনে ফটোশপ, পাইথন প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, সিসিএনএ, অটোকাড অ্যান্ড থ্রিডি ফ্লোর প্ল্যান, রবোটিক পিসিবি ডিজাইন।

এ নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনির হোসেন বলেন, বর্তমানে ডিজিটালাইজেশনের প্রভাবে আইটিতে দক্ষ লোকের চাহিদা বেড়েছে। আইটি ও ডিজাইনে পারদর্শিতা থাকলে প্রযুক্তি দুনিয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবেন। 

তিনি বলেন, যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে কোর্সটি সহায়তা করবে। পাশাপাশি যদি নিজেই উদ্যোক্তা হতে চান অথবা হতে চান ফ্রিল্যান্সার, সেক্ষেত্রেও এই কোর্সগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে রাখবে।

image

আপনার মতামত দিন