ই-কমার্স প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

প্রকাশ: শনিবার, ০২ জুন, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
একটি ই-কমার্স প্রতিষ্ঠানে কয়েকটি পদে লোক নিয়োগ দিতে ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে পোস্ট করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক ও ফিফো টেকের প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, একটি লিডিং ই-কমার্স কোম্পানিতে কয়েকটি দায়িত্বপূর্ণ পদে কয়েকজন দক্ষ সহকর্মী খুঁজছি।

১।ম্যানেজার (অপারেশানস);
২। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাক্ট সোর্সিং);
৩। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই কমার্স সেলস অ্যান্ড মার্কেটিং);
৪। সিনিয়র এক্সিকিউটিভ (ডেলিভারি ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস);

আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই এবং স্বনামধন্য কোন ই-কমার্স কোম্পানিতে উপরিউক্ত কাজের অন্তত ২ বছরের অভিজ্ঞতা আছে যাদের, তাঁরা সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন।

career@fifo-tech.com এই ইমেইল অ্যাড্রেসে সিভি পাঠানোর অনুরোধ করেন তিনি। তবে সেটা অবশ্যই আগামী ৫ জুলাই ২০২০ এর মধ্যে সিভি পাঠাতে হবে।

ইমেইলের সাবজেক্টে কাঙ্ক্ষিত পোস্টটি লিখে দেবার অনুরোধ করেন তিনি।

তৌহিদ হোসেন দেশের অন্যতম বিপিও প্রতিষ্ঠান ফিফো টেকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।
image

আপনার মতামত দিন