ঢাকার বায়ুমানের আরো অবনতি ঘটেছে। গতকালের মতো আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়লেও একই সময়ের তুলনায় দূষণের মাত্রা বেশি দেখাচ্ছে সূচক।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১ মিনিটে রাজধানীর বাতাসের স্কোর ছিল ২২০। গতকাল একই সময়ে ঢাকার বাতাসের স্কোর ছিল ২০২। দুটো স্কোরই ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।
আর এর মাধ্যমে বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ ৪ নম্বরে অবস্থান করছে রাজধানী শহর ঢাকা।
দূষণে শীর্ষ তিন শহর যথাক্রমে দিল্লি, লাহোর ও করাচী। শহরগুলোর স্কোর যথাক্রমে ২৭৪, ২৪১ ও ২২৩। অর্থাৎ, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের চারটিই দক্ষিণ এশিয়ায়। চারটি শহরের বাতাসই আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার ৫ নম্বরে থাকা মিসরের রাজধানী কায়রোও একই ক্যাটাগরিতে, স্কোর ২১৮।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।