যাত্রা শুরু ‘স্টার্টকরো’ ভার্চুয়াল ব্যুটক্যাম্পের

প্রকাশ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নিউ নরমাল উদ্ভাবনের জন্য শুরু হয়েছে দেশের প্রথম স্টার্টআপ ভার্চুয়াল বুটক্যাম্প ‘স্টার্টকরো’। দেশের সকল ইনোভেটরস, ডেভেলপারস, ডিজাইনারস এবং উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বুটক্যাম্প। আগামী ১২ জুন পর্যন্ত এই লিংক থেকে নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা।

আর ক্যাম্পে অংশ নিয়ে শীর্ষ তিন বিজয়ী পাবেন ফেসবুক ডেভলপার সার্কেলের পক্ষ থেকে মোট এক হাজার ৫০০ ডলার বিজ্ঞাপনের ক্রেডিট, এফএনএফ কোভিড-১৯ হ্যাকাথন থেকে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং বিডিঅ্যাপস থেকে মোট ৬ লক্ষ টাকা মূল্যবান প্রচারমূলক পুরস্কার ।

এছাড়াও, শীর্ষস্থানীয় অংশগ্রহণকারীরা ইউএনডিপি ইয়ুথ:কোলাবের কাছ থেকে রিজিওনাল ইকোসিস্টেমের এক্সেস পাবেন, সাথে থাকছে মেন্টরশিপের সুযোগ এবং তারা বিডিঅ্যাপসের মানিটাইজেশন ওয়ার্কশপ আর হ্যাকাথনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

গত শনিবার রাতে ভার্চুয়াল বুটক্যাম্পের প্রথম সিজনের ওয়েব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক, পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ, ডিজিটাল হেলথ সিইও সাজিদ রহমান ইউএনডিপি, ব্যাংকক রিজিওনাল হাব এর প্রতিনিধি কে লিন লিনকা, এফএনএফ বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ , বিডি অ্যাপস এর আলতামিস নাবিল এবং ইউএনডিএফ এর কান্ট্রি প্রোজেক্ট কোওরডিনেটর আশরাফুল আলম।

যৌথভাবে বুটক্যাম্পটির আয়োজন করেছে প্রেনিউর ল্যাব ট্রাস্ট, ইউএনডিপি ইয়ুথ কো: ল্যাব, ইউএনসিডিএফ, স্টার্ট আপ বাংলাদেশ, এফএনএফ বাংলাদেশ, ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা এবং বিডিঅ্যাপস।

image

আপনার মতামত দিন