দেশের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে এবি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ‘এসআইসিআইপি (SICIP)’ প্রকল্পের আওতায় কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
বৃহস্পতিবার (২৬ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও SICIP প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আইয়ুব আলী এবং প্রোগ্রাম কো-অরডিনেটর মোহাম্মদ ফজলুল হক। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল।
সরকারের এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে মোট ৩ হাজার উদ্যোক্তাকে বাস্তবমুখী প্রশিক্ষণের আওতায় আনা। কক্সবাজারের এই উদ্যোগ তারই অংশ। উদ্যোক্তাদের কাজের ধরণ অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের সুযোগও থাকবে বলে আয়োজকরা জানান।
প্রশিক্ষণের মাধ্যমে কক্সবাজার অঞ্চলের সম্ভাবনাময় ২৫ জন তরুণ উদ্যোক্তা আধুনিক ব্যবসায়িক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, উদ্যোক্তা নীতি এবং ব্যাংকিং সেবার ব্যবহার বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা অর্জন করবেন। আয়োজকদের মতে, উদ্যোক্তাদের এই দক্ষতা উন্নয়ন শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং টেকসই অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
মাসব্যাপী এই প্রশিক্ষণের বাছাই পর্বে অংশ নেন প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, এবি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্যোক্তাদের কাছ থেকে ইতোমধ্যে ভাল সাড়া পাওয়া গেছে বলেও জানান তারা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ শেষে একঝাঁক তরুণ উদ্যোক্তা সফলভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। তাদের ব্যবসায়িক পরিকল্পনা হবে আরও পরিপক্ব ও বাস্তবমুখী। বদলে যাবে তাদের জীবনমান এবং তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।