নতুন ব্যবস্থাপনা পরিচালক খুঁজছে সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ। মঙ্গলবার পেশাজীবীদের সোশ্যাল হ্যান্ডেল লিংকডইন-এ সম্পর্কিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
কোম্পানি সেক্রেটারি স্বাক্ষরিত ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর নানা যোগ্যাতা ও শর্তের কথা উল্লেখ থাকলেও বেতন-ভাতার বিষয়ে কেনো কিছু উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পেতে হলে এমবিএ ছাড়াও প্রার্থীকে সিএফএ, সিএআইএ, এফআরএম, এফিসিএ, সিএমএ, পিএমপি’র মতো পেশাদার সনদের অধিকারী হতে হবে। এছাড়াও ভেঞ্চর ক্যাপিটেল, প্রাইভেট ইক্যুইটি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ক্যাপিটেল মার্কেট এবং অন্যান্য আর্থি সেবা প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকবে যোগ্য প্রার্থীর। এছাড়াও অনন্ত ৫ বছর সি-লেভেল জবের অভিজ্ঞতাও থাকতে হবে নতুন এসবিএল এমডি’র ঝুলিতে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৫৫ বছর।