আইটিতে দক্ষ জনশক্তি তৈরি করবে বিআইটিপিএফসি-ইউওয়াই ল্যাব

প্রকাশ: শুক্রবার, ০৪ মে, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশের আইটি সেক্টরে দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান তৈরির জন্য পেশাদার প্রশিক্ষণের আয়োজন করতে বাংলাদেশ আইটি প্রোফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি) এবং ইউওয়াই ল্যাবের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইউওয়াই ল্যাবের চেয়ারপার্সন ফারহানা এ রহমান, গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহ, ইউওয়াই ল্যাবের সিওও শাহাদাত হোসেন, বিআইটিপিএফসি প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ, ইউওয়াউ সিস্টেমের মুকিদুর রহমান তনয়ের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর সম্পন্ন হয়।

বিআইটিপিএফসি’র পক্ষে আরও উপস্থিত ছিলেন নাহিদা আক্তার, সাজ্জাদ হোসেন, রাজিব হাসান,জুয়েল রানা, নাজমুস সাকিব প্রমুখ।

বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম ৷ এই সংস্থায় ৭ হাজারের বেশি সদস্য রয়েছে।

এই গ্রুপের প্রধান লক্ষ ও উদ্দেশ্য হলো বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নেয়া এবং প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ লোক তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনারের মাধ্যমে নলেজ শেয়ারিং করা, চাকরির সুযোগ তৈরি করাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম করা হয়ে থাকে।

image

আপনার মতামত দিন