বিনামূল্যে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ

প্রকাশ: শনিবার, ০৫ জানুয়ারি, ২০১৯
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি প্রজেক্ট লট-১০) রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের প্রায় ৩ হাজার প্রশিক্ষাণার্থী বিনামূল্যে ২০০ ঘন্টার ট্রেনিং পাবে। কোর্সটি সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে।

এই ৪ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের সময় হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এবারের এলইডিপিতে সারাদেশের সবকটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে।

আগ্রহী প্রশিক্ষণার্থীকে অনলাইন রেজিস্ট্রেশন করতে যেতে হবে এই লিংকে।

image

আপনার মতামত দিন