ড্যা ফোডিল ইন্টারন্যাটশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যা ম্পাসে সোমবার অনুষ্ঠিত হলো ফ্রিল্যা ন্সিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি সেমিনার। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যা্লয়ের শিক্ষার্থী ছাড়াও সারা দেশের পাঁচ শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
এতে বক্তব্রয দেন দেশের সফল অ্যা ফিলিয়েট মার্কেটার এবং ফ্রিল্যা ন্সাররা। অ্যা ফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলেন অ্যা ফিলিয়েট পোর্টফোলিও কোম্পানি মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির।
তিনি বলেন, ‘বিশ্বব্যালপী অ্যা ফিলিয়েট মার্কেটিং ৫ বিলিয়ন ডলারেরও বড় বাজার, যেখানে বিশ্বের অন্য দেশের অ্যা ফিলিয়েট মার্কেটারদের চেয়ে আমাদের অনেক বেশি প্রতিযোগীতামূলক সুবিধা রয়েছে। আমাদের তরুণদের এগিয়ে আসা দরকার, দক্ষতা বৃদ্ধির দরকার। তবেই এই বাজারের একটা বড় অংশের দখল নিতে পারবে বাংলাদেশ। ইতিমধ্যে দেশে হাজারো সফল অ্যা ফিলিয়েট মার্কেটার রয়েছেন যাঁরা বছরে আয় করছেন ১ লক্ষ্যং ডলারেও বেশি।’
ফ্রিল্যা ন্সিং এবং অ্যা ফিলিয়েট মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য দক্ষতা উন্নয়ন খুবই জরুরি বলে আলোচনা করেন অন্য্ আলোচকরাও। ফ্রিেল্যােন্সিং বিষয়ে নিজেদের সফলতার গল্প শেয়ার করেন সফল ফ্রিল্যা ন্সার শামসুল আনাম ইমন, আরিফুল ইসলাম পলাশ, মুহাম্মদ আসিফ, মেহেদী হাসান নাহিদ এবং সজল মাহমুদ।
ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী আইনুন্নাহার নীতি, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংগঠন ‘স্বাধীন নারী’, ‘সোস্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম’ এবং ‘কম্পিউটার এণ্ড প্রোগ্রামিং ক্লাব’ উক্ত সেমিনারটি যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা প্রদান করে তথ্যসপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইউ ওয়াই ল্যাব’।