আসছে প্রিমিয়াম গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
টেক জায়ান্ট স্যামসাং তাদের আসন্ন গ্যালাক্সি এস২৫ সিরিজে নতুন একটি মডেল সংযুক্ত করতে যাচ্ছে। গ্যালাক্সি এস২৫, এস২৫ প্লাস ও এস২৫ আল্ট্রা মডেলের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিমও আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন এ মডেল ২০২৫ সালে উন্মোচন হতে পারে।

সূত্র বলছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের মূল মডেলগুলো ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পেতে পারে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস২৫, এস২৫ প্লাস ও প্রিমিয়াম গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এ তিন স্মার্টফোনে স্যামসাংয়ের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে সিরিজে গ্যালাক্সি এস২৫ স্লিম নামে একটি চতুর্থ মডেলও যুক্ত হবে। স্লিম ভার্সনটি ২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

গ্যালাক্সি এস২৫ স্লিম এর পাতলা গঠন ও স্টাইলিশ ডিজাইনের জন্য আলাদা হতে পারে। এতে ৬ দশমিক ৭ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন থাকবে। ফলে এটি অন্যান্য মডেলের তুলনায় কিছুটা ছোট ও পাতলা হবে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো স্যামসাংয়ের আইসোসেল এইচপিটু সেন্সর ব্যবহৃত ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। সেন্সরটি তীক্ষ্ণ ও স্পষ্ট ছবি তোলার জন্য পরিচিত।

গ্যালাক্সি এস২৫ সিরিজের স্লিম মডেলটিতে স্টাইল ও আরো কমপ্যাক্ট ডিজাইনে গুরুত্ব দেয়া হবে। কমপ্যাক্ট ডিজাইনের ডিভাইসগুলো ছোট হয়, যা কম জায়গা নেয় ও বহন বা ব্যবহার করতে সহজ। যারা একটি পাতলা ও হালকা ডিভাইস চান, কিন্তু ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আপস করতে চান না, তাদের জন্য ফোনটি আদর্শ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্যামসাং ২০২৫ সালে গ্যালাক্সি এস২৫ স্লিমের উন্মোচনের পর আগামী গ্রীষ্ম মৌসুমে নতুন ফোল্ডেবল ডিভাইসও মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে গ্যালাক্সি জেড ফ্লিপ এসই ও দুটি নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৭ মডেল। তবে এগুলোর মুক্তির তারিখ এখনো স্পষ্ট করেনি কোম্পানিটি।
image

আপনার মতামত দিন