বাজারে এলো ২৪ ইঞ্চির নতুন আইম্যাক

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের এম৪ চিপ সমৃদ্ধ ২৪ ইঞ্চির আইম্যাক উন্মোচন করেছে অ্যাপল। রেটিনা ডিসপ্লের এই আইম্যাক ছাড়াও নতুন টাচ আইডিসহ ম্যাজিক কিবোর্ড ও ইউএসবি সি পোর্টসহ ম্যাজিক ট্র্যাকপ্যাড উন্মোচন করা হয়েছে। এর আগে গতবছর এম৩ চিপের নতুন আইম্যাক উন্মোচন করেছিলো অ্যাপল।

আগামী ৮ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন আইম্যাক। আকর্ষণীয় ৭টি রঙে এটি বাজারে আসবে। থাকবে ৪.৫কে (৪,৪৮০ x ২,২৫০ পিক্সেল) রেটিনা ডিসপ্লে। এতে একটি আপডেটেড ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে যেটি ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবে।

ডিভাইসটিতে থাকা নতুন এম ৪ চিপটি টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এটি ৮-কোর সিপিইউ বা ৮-কোর জিপিইউ এবং ১০-কোর সিপিইউ এবং ১০-কোর জিপিইউ অপশনে পাওয়া যাবে। এর র্যা ম ৩২ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। থাকছে একটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, যা অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করবে।

সংযোগের জন্য প্রয়োজনীয় পোর্ট, ম্যাজিট কিবোর্ড, ম্যাজিক ট্র্যাকপ্যাডসহ ছয়টি স্পিকার থাকছে। ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু করেছে অ্যাপল। সংস্করণভেদে দাম ধরা হয়েছে এক হাজার ২৯৯ ডলার থেকে এক হাজার ৬৯৯ ডলার পর্যন্ত।

image

আপনার মতামত দিন