বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ টিক এএমএক্স১৩

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ।

স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোলের জন্য ওয়ালটনের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েস। ১ বছরের ওয়ারেন্টিসহ স্মার্টফোনটির মূল্য মাত্র ৪,৮৫০ টাকা। দেশের সকল ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকেও এটি ক্রয় করা যাবে।

অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে ‘টিক এএমএক্স১৩’ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন। ৩৫০ এমএএইচ ব্যাটারি থাকায় একবার চার্জে স্মার্টওয়াচটি ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

নতুন এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী এসএফ৩২এলবি৫৬৩ (SF32LB563) চিপসেট, ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভাইব্রেশন অ্যালার্ট, অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন, ২টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ, মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, এমনকি ওমেন্স হেলথ রিমাইন্ডার-এর মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও।

স্মার্টওয়াচটিতে ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিং, শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচারসহ রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ আছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার। এছাড়াও রয়েছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা- হার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং ইত্যাদি সুবিধা।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আধুনিক জীবনযাপনে স্মার্টওয়াচ আমাদের নিত্যদিনের সঙ্গী। ওয়ালটন প্রতিনিয়ত গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকের আধুনিক জীবনের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে। এটি হবে সময়ের সঠিক ও সর্বোত্তম ব্যবহারের জন্য অন্যতম নির্ভরযোগ্য গ্যাজেটস।’

আপনার মতামত দিন