ব্ল্যাক শার্ক প্যাড ৭, শক্তিশালী পারফরম্যান্সে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দেশের বাজারে এসেছে ব্ল্যাক শার্ক প্যাড ৭, জনপ্রিয় চীনা ব্র্যান্ড শাওমির সহ-ব্র্যান্ড ব্ল্যাক শার্কের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট। স্থানীয় পরিবেশক টেকটাইম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আকর্ষণীয় ডিসপ্লে ও ডিজাইন
১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে-যুক্ত এই ট্যাবলেটের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ফলে ভিডিও দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিং-সবকিছুই আরও মসৃণ ও চোখে আরামদায়ক হবে। ট্যাবলেটটির স্ক্রিনে রয়েছে উচ্চ উজ্জ্বলতা ও রঙের ভারসাম্য, যা মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগের জন্য উপযোগী।

হার্ডওয়্যার ও কর্মক্ষমতা
ব্ল্যাক শার্ক প্যাড ৭ চালিত অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে, এবং এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর-যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য উপযুক্ত। সংস্করণভেদে ট্যাবলেটটিতে রয়েছে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম। ডেটা সংরক্ষণের জন্য ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকলেও, ব্যবহারকারীরা চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিং
ট্যাবলেটটিতে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দ্রুত চার্জ হয় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। ফলে অনলাইন ক্লাস, ভিডিও কনটেন্ট বা গেমিং-যে কোনো কাজেই চার্জ নিয়ে ভাবনার সুযোগ কম।

সাউন্ড ও কানেক্টিভিটি
ব্ল্যাক শার্ক প্যাড ৭-এ রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, যা আরও সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা দেয়। এছাড়া ট্যাবলেটটি ওয়াই-ফাই ও ফোর-জি নেটওয়ার্ক সমর্থন করে, ফলে অনলাইন স্ট্রিমিং বা ভিডিও কলের সময় সংযোগ স্থিতিশীল থাকে।

দাম ও প্রাপ্যতা
বাংলাদেশের বাজারে ব্ল্যাক শার্ক প্যাড ৭-এর দাম নির্ধারণ করা হয়েছে ২৪,৯৯৯ টাকা। টেকটাইম জানিয়েছে, শিগগিরই ট্যাবলেটটি তাদের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন স্টোরে পাওয়া যাবে।

 

image

আপনার মতামত দিন