গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভোর আইডিয়াপ্যাড প্রো ৫আই

প্রকাশ: মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

পারফরম্যান্সের সব সীমা ভেঙে দিন: গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভোর আল্টিমেট পাওয়ারহাউজ- আইডিয়াপ্যাড প্রো ৫আই (IdeaPad Pro 5i)।

সোমবার (১ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

তরুণ প্রজন্ম বা ক্রিয়েটরদের মনোযোগ কাড়তে আর অপেক্ষা নয়! প্রযুক্তি প্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো এক দুর্দান্ত সারপ্রাইজ-লেনোভো IdeaPad Pro 5i (83JK0020IN)। একে  ল্যাপটপ বললে ভুল হবে, এটি আসলে এআই (AI) প্রযুক্তির এক বিস্ট, যা আপনার কাজের অভিজ্ঞতাকে রকেটের গতিতে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।

চমকপ্রদ ডিসপ্লে: এর ১৪ ইঞ্চির ২.৮কে ওলেড ডিসপ্লে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের কালার গ্রেডিংয়ের জন্য একদম নিখুঁত।

অবিশ্বাস্য পারফরম্যান্স: লেটেস্ট Intel Arrow Lake Core Ultra 9 প্রসেসর এবং ৩২ জিবি র‍্যামের সমন্বয়ে মাল্টিটাস্কিং হবে চোখের পলকে। সাথে Intel ARC 140T জিপিইউ সফটওয়্যারগুলোকে অনায়াসেই পরিচালনা করতে সক্ষম।

যেকোনো পরিস্থিতিতেও অটুট: মিলিটারি গ্রেড (MIL-STD-810H) সার্টিফাইড হওয়ায় ভ্রমণপিপাসু ভ্লগার বা ডেভেলপাররা চরম আবহাওয়াতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ এর সুপার ফাস্ট ইন্টারনেট এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা। লুনা গ্রে কালারের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৫,০০০ টাকায়, সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর সকল ব্রাঞ্চ, অনুমোদিত ডিলার হাউজ অথবা তাদের ওয়েবসাইটে।

image

আপনার মতামত দিন