দেশে প্রথম কো-পাইলট প্লাস ল্যাপটপ উন্মোচন করল আসুস

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশের বাজারে প্রথম কো-পাইলট+পিসি ল্যাপটপ নিয়ে এলো তাইওয়ানের কম্পিউটার নির্মাতা কোম্পানি আসুস। জুন মাসের উন্মোচিত গেমিং ক্যাটাগরির এআই ল্যাপটপটির চেয়ে গুণে-মানে এটি বহুগুণে এগিয়ে এআই ল্যাপটপ বলে জানিয়েছে আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে মেলেটারি গ্রেডের সার্টিয়েড কো-পাইলট ল্যাপটপ সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ।

আরও উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার, ডিস্ট্রিবিউটর পার্টনার রায়ান্স কম্পিউটার্স স্বত্বাধিকারী আহমেদ হাসান জুয়েল এবং স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্য বিজনেস পার্টনাররা ‍উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেলেটারি গ্রেডের সার্টিয়েড কো-পাইলট ল্যাপটপটির বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠানে নতুন ল্যাপটপটির বৈশিষ্ট্য তুলে ধরে আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, দেশের বাজারে এই প্রথম কো-পাইলট+পিসি ল্যাপটপ নিয়ে এলো আসুস। এটি সময়োপযোগী একটা ল্যাপটপ। যারা এটি কিনবে কেনার পরে ল্যাপটপের সার্ভিস দেওয়ার পুরো দায়িত্ব আসুসের। আসুসের  নতুন ল্যাপটপ কেনার এক বছরের মধ্যে লিকুইড বা পানি পড়ে নষ্ট হলে, পড়ে গেয়ে মনিটর ফেটে গেলে, কিংবা বৈদ্যুতিক গোলোযোগে পুড়ে গেলে যন্ত্রাংশ ফ্রি দিয়ে কেবল সার্ভিস চার্জের বিনিময়ে সারাই করে দেওয়া হবে।

image

আপনার মতামত দিন