ঈদ উপলক্ষে স্যামসাং নিয়ে এল এক্সচেঞ্জ, ছাড় ও ক্যাশব্যাক অফার

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
আগামী ৭ জুন ঈদ উল আযহা। মুসলিমদের এই কোরবানির ঈদের এক মাসেরর বেশি আগেই ইলেকট্রনিক্স পণ্যে বিশেষ ছাড় দেয়া শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ স্লোগানে  এই ছাড় চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। মিলবে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার সহ সহজ ইএমআই সুবিধা।

এরমধ্যে স্যামসাং এর নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিনে মিলবে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১,৮৯,৯০০ টাকায়। এবং স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১৬৬,০০০ টাকা। যার ফলে ক্রেতারা ৩৯৫,৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২২৯,৯০০ টাকায়।

পাশাপাশি ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১২৬,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩,০০০ টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপ লোড ডব্লিউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১,৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩,৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডব্লিউডব্লিউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২,৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬,৯০০ টাকা)।

ঈদের এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”

ক্রেতারা ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংস ইমার্টসহ স্যামসাং অনুমোদিত ডিলার শো-রুমগুলোতে আকর্ষণীয় চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন।

আপনার মতামত দিন