একবার চার্জে অনার এক্স৫বি প্লাস ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 বাংলাদেশে এক্স সিরিজের নতুন সংযোজন এক্স৫বি প্লাস স্মার্টফোন উন্মোচন করলো অনার। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ফোনটির পাওয়ার-এফিশিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।

নির্মাতাদের দাবি, অনার এক্স৫বি প্লাস নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী পারফরমেন্সে। স্মার্টফোনটিতে ১ হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারির সক্ষমতা থাকবে ৮৫ শতাংশ।

অনলাইন ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এছাড়াও, অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও স্মার্টফোনটি ১৯ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই থাকবে।

বাংলাদেশে অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা।
image

আপনার মতামত দিন