ফোরজি ক্লাউড ফোন আনল এক্সট্রা        

প্রকাশ: মঙ্গলবার, ০৫ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ফিচার ফোনেই ফোর-জি নেটওয়ার্কে সম্পূর্ণ স্মার্টফোনের স্বাদ দিতে দেশীয় ব্র্যান্ডের ডেডিকেটেড ফোরজি ফিচার ক্লাউড ফোন এক্সট্রা, মডেল আর২৪ বাজারে এনেছে সেলেক্সট্রা। 

সোমবার (৪ আগস্ট) ফোনটির নির্মাতা বাংলাদেশের প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড জানিয়েছে, মাত্র ২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ২ জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ সক্ষমতা। একটি মডেলে মোট চারটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে সেলেক্সট্রার এই ফোর-জি ফিচার ফোন।

এক্সট্রা আর২৪ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন। ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন। এই বৈশিষ্ট্য ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করে তুলেছে।

রবি আজিয়াটা পিএলসি’র হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপস মো. সানজিদ হোসেন বলেন, এক্সট্রা ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা লক্ষ লক্ষ মানুষের নাগালের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্য রাখি সেইসঙ্গে মানের সাথে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করি।

ফোনটি সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের হেড অফ সেলস মামুন খান বলেন, এক্সট্রা ব্র্যান্ডের এই ফোরজি ক্লাউড ফোনটি বাংলাদেশের প্রথম ‘ডেডিকেটেড কি’ এনাবল ফোরজি ক্লাউড ফোন। ফোনটি বাংলাদেশের ফিচার ফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে। প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ের দিক থেকে গ্রাহকদের জন্য একটি অনন্য উপহার। এছাড়া, ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের আফটার সেলস সার্ভিস।

মোবাইল সেটের সঙ্গে রয়েছে মোবাইল ফোন অপারেটর রবির বান্ডল প্যাকেজ। এই অফারে থাকছে ৭ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট। সেই সঙ্গে থাকছে ৬ মাসের স্পেশাল ডিল। রবির নতুন ও পুরোনো গ্রাহকদের জন্য এই অফারগুলো প্রযোজ্য। পাশাপাশি রয়েছে মাসভিত্তিক স্পেশাল অফার যা ছয় মাস পর্যন্ত সচল থাকবে।

image

আপনার মতামত দিন