দেশের বাজারে লেনোভোর আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই মডেলের শক্তিশালী গেমিং ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ৪.৭ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-ফাইভ প্রসেসরে চলা ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ডিডিআর-ফাইভ র্যাম এবং এনভিএমই ৫১২ গিগাবাইটের এসএসডি। এর ফলে ব্যবহারকারীরা ল্যাপটপটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করতে পারায় গেম খেলার পাশাপাশি ভালো মানের আধেয় (কনটেন্ট) তৈরিসহ প্রোগ্রামিং এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করা যায়।
গ্লোবাল ব্র্যান্ড বলেছে, ১৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটি রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে উচ্চ রেজল্যুশনের যেকোনো ছবি বা ভিডিও ভালোভাবে দেখা যায়। ল্যাপটপটির পর্দায় টিইউভি লো ব্লু লাইট সুবিধা থাকায় ব্যবহারকারীদের চোখের কোনো ক্ষতি হয় না।
৬ গিগাবাইট গ্রাফিকস কার্ডযুক্ত ল্যাপটপটিতে আরও রয়েছে এইচডি ওয়েব ক্যামেরা, ডলবি এ্যাটমস স্পিকার ও ৭৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার চার্জার। দুই বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।