রাজধানীর গুলশানে সনি-স্মার্টের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) গুলশান-১ নম্বর চত্বরের হাবিব সুপার মার্কেটে শোরুমটি যৌথভাবে উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম ও সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) এটি পরিচালনা করবে।
শোরুম উদ্বোধন উপলক্ষে সনির সব পণ্যে বিশেষ অফার রয়েছে। প্রথম ২০ জন গ্রাহকের জন্য ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিশেষ ছাড় থাকছে। ৫৫ ইঞ্চি টিভি পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার টাকায়, ৬৫ ইঞ্চি টিভি ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৮৫ ইঞ্চি টিভি ৩ লাখ ৫০ হাজার টাকায়।
এছাড়া ঈদ উপলক্ষে সনি ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, শার্প রেফ্রিজারেটর, ফ্রিজ ও স্মার্ট এলইডি টিভি, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্যে কেনা যাবে। টিভির সঙ্গে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জেতার সুযোগও থাকছে।
সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে সনির পণ্য বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শোরুমের মাধ্যমে রাজধানীবাসী সহজেই সনির সব পণ্য হাতের নাগালে পাবেন।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, সনি-স্মার্ট গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছে সনি-স্মার্ট।
অনুষ্ঠানে আরএমডিসি সনির ম্যানেজার ভিন্সেন্ট টে, এক্সিকিউটিভ ভ্যালরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্টের পরিচালক তানভীর হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে প্রায় ১০০টির বেশি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে। ২০২১ সালের ২৬ নভেম্বর সনির ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড চুক্তিবদ্ধ হয়।
বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।