হাই পারফরম্যান্সের শাওমি রেডমি ১৪সি

প্রকাশ: মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নিত্যদিনের ডিজিটাল জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে বাংলাদেশি স্মার্টফোন প্রেমীদের জন্য এলো শাওমির রেডমি ১৪সি। ফ্ল্যাট ফ্রেম ও সার্কুলার ক্যামেরা ডিজাইনের স্টাইলিশ ফোনটি ৮.২২ মিমি পুরু। পাওয়া যাবে চারটি অভিজাত ও আকর্ষণীয় রঙে- সেইজ গ্রীন, মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে; ২৬০ পিপিআই ও ১৬৪০x৭২০ পিক্সেলের রেজ্যুলেশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং ফোনটির গতি বাড়িয়ে দিবে বহুগুনে। ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড থাকার কারণে সূর্যের আলোতেও উপভোগ করা যায় প্রাণবন্ত ছবি।

ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চ-মানের চমৎকার সব ছবি। এছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার। এই কনফিগারেশনের ক্যামেরায় স্পষ্ট ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবেন কম আলোতেও। ফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে তোলা যাবে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি।

স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিবে নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহার করার নিশ্চিয়তা। এক চার্জেই ১৪০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২ ঘণ্টা কল টাইম এবং ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

শাওমির রেডমি ১৪সি-তে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসসর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরও বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। র্যামটিকে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

image

আপনার মতামত দিন