দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোপাইলট চ্যাটবটযুক্ত নতুন দুই মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই ৮৩ডিএ০০৮বিএলকে ও ৮৩ডিএ০০৮সিএলকে মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেলের শক্তিশালী মেটিওর লেক কোর আলট্রা ৭-১৫৫এইচ প্রসেসর থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন কাজ করার পাশাপাশি কনটেন্ট (আধেয়) তৈরি করা যায়। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৪ হাজার টাকা ও ১ লাখ ২৮ হাজার টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি ওএলইডি পর্দার ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট ডিডিআর৫এক্স-৭৪৬৭ র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা থাকায় একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তির ল্যাপটপ দুটি একটানা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
ডলবি অ্যাটমস অপ্টিমাইজড প্রযুক্তির স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপ দুটিতে ফুল এইচডি আইআর ক্যামেরা ও উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক নিরাপত্তা-সুবিধা রয়েছে। ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ৫.২ প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপ দুটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।