মিনি এসি, রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন

প্রকাশ: সোমবার, ০৮ জানুয়ারি, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগের জনজীবন। বাইরে বের হওয়ার উপায় নেই। আবার ঘরে বসেও শান্তি নেই। এমন পরিস্থিতিতে ঘরে এসি চালিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু বাইরে বের হলে তো আর এসি নিয়ে চলাফেরা করতে পারবেন না।

এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন একটি ওয়াটার স্প্রে ফ্যান বা পোর্টেবল ইউএসবি ফ্যান। এ মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন, তেমনই আবার ডেস্কেও রাখতে পারবেন। এটিকে মিনি এসিও বলা যায়। বিভিন্ন অনলাইন শপ থেকে ৪-৫ হাজার টাকায় এ স্মার্ট কুলিং ফ্যান কেনা যাবে।

এ মিনি এসিতে একটি এলইডি লাইটও রয়েছে। এর ভেতরে আপনি পানি ও বরফের কিছু টুকরো ফেলে দিলেই এটি আপনাকে ব্যাপক ঠান্ডা হাওয়া দিতে পারে। টাইপ সি ক্যাবল দিয়ে যে কোনো জায়গায় ডিভাইসটি চালাতে পারবেন।
image

আপনার মতামত দিন