প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০।
পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
মটো বুক ৬০-এর বৈশিষ্ট্য
মটো বুক ৬০-এ রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে ওএলইডি ডিসপ্লে, যাতে রয়েছে ডলবি ভিশন, এইচডিআর ও টিইউভি সার্টিফিকেশন। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
এই ল্যাপটপটি একটি মিলিটারি-গ্রেড ধাতব কাঠামো রয়েছে, যার ওজন মাত্র ১ দশমিক ৩৯ কেজি। ল্যাপটপটি পাওয়া যাবে প্যান্টোন-কিউরেটেড ব্রোঞ্জ গ্রিন (সবুজ) ও ওয়েজউড (বেগুনি) রঙে।
ডিভাইসটি চালিত হচ্ছে ইন্টেলের সর্বশেষ কোর ৫-২১০ এইচ এবং কোর ৭-২৪০ এইচ প্রসেসরে। সেই সঙ্গে থাকছে ১৬ জিবি ডিডিআর ৫ র্যাম (যা ৩২ জিবি পর্যন্ত আপগ্রেডযোগ্য) এবং সর্বোচ্চ ১ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি স্টোরেজ। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলবে।
ল্যাপটপটিতে রয়েছে স্মার্ট কানেক্ট নামের মাল্টি-ডিভাইস সিংক প্রযুক্তি, যা ব্যবহারকারীদের মটোরোলা স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে সহজে সংযোগ করতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে স্মার্ট ক্লিপবোর্ড, সুইপ টু শেয়ার এবং ফাইল ট্রান্সফার।
মটো বুক ৬০-এ রয়েছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫ দশমিক ৪।
ল্যাপটপটিতে বেশ কয়েকটি পোর্ট রয়েছে। সেগুলো হলো-দুটি ইউএসবি টাইপে ৩.২ জেন ১, দুটি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ (ডিসপ্লেপোর্ট ১.৪ সহ), একটি এইচডিএমআই পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার এবং ৩.৫ এমএম অডিও জ্যাক।
মিউজিক ও অডিও শোনার জন্য রয়েছে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার। এদিকে ভিডিও কল বা অনলাইন ক্লাসের জন্য রয়েছে প্রাইভেসি শাটারসহ ১০৮০পি আইআর ওয়েবক্যাম। ডিভাইসটিতে আরও রয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ৬০ ওয়াট-ঘণ্টা ব্যাটারি, যা ৬৫ ওয়াট ইউএসবি-সি ফাস্ট চার্জিং সমর্থন করে। এ ছাড়া ল্যাপটপটি একাধিক এআইভিত্তিক ফিচারও দেখা যাবে।
মটো বুক ৬০ পাওয়া যাবে তিনটি ভিন্ন কনফিগারেশনে। সেগুলোর দাম হলো,
ইন্টেল কোর ৫ (১৬ জিবি র্যাম + ৫১২ জিবি এসএসডি) সংস্করণের মূল্য ৬১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৮৮ হাজার ১৬৩ টাকা
ইন্টেল কোর ৭ (১৬ জিবি র্যাম + ৫১২ জিবি এসএসডি) সংস্করণের মূল্য ৬৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৯৯ হাজার ৫৩৯ টাকা
ইন্টেল কোর ৭ (১৬ জিবি র্যাম + ১ টিবি এসএসডি) সংস্করণের মূল্য ৭৩ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ৫ হাজার ২২৭ টাকা।
ভারতে বাজারে ল্যাপটপটি পাওয়া যাবে ২৩ এপ্রিল ২০২৫ থেকে।
মটোরোলার নতুন ল্যাপটপ মটো বুক ৬০-এর সঙ্গে একই দিনে ভারতের বাজারে উন্মোচিত হচ্ছে তাদের নতুন ট্যাবলেট মটো প্যাড ৬০ প্রো। এই ট্যাবলেটটি মূলত অ্যান্ড্রয়েডভিত্তিক এবং পারফরম্যান্স ও ডিসপ্লে-দুই ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ মানের ফিচার নিয়ে এসেছে।
স্পেসিফিকেশন ও ফিচারসমূহ
মটো প্যাড ৬০ প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট। এতে সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। পাশাপাশি, আছে মাইক্রোএসডি স্লট—যার মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত নেওয়া যাবে।
ট্যাবলেটটির ডিসপ্লে ১২.৭ ইঞ্চির এলটিপিএস এলসিডি, যার রেজল্যুশন ২,৯৪৪ x ১,৮৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে দেওয়া হয়েছে বিশাল ১০ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী সর্বোচ্চ ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে।
ডিজাইন ও রঙের বিশেষত্ব
মটো প্যাড ৬০ প্রো মূলত লেনোভো আইডিয়া ট্যাব প্রোর মতো স্পেসিফিকেশন নিয়ে এসেছে। তবে এর বড় পার্থক্য হচ্ছে ডিজাইনে-এই ট্যাবলেটটি পাওয়া যাবে প্যান্টোন কিউরেটেড ব্রোঞ্জ গ্রিন রঙে (সবুজ), যা দেখতে বেশ নজরকাড়া। এর মূল্য ২৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৪২ হাজার ৬৫৮ টাকা।