বাংলা নববর্ষে এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। ফোনটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
অপো বাংলাদেশ জানিয়েছে, পানি, ধুলাবালি ও আঘাতের বিরুদ্ধে অতুলনীয় সুরক্ষার সনদ পেয়েছে ফোনটি। ফোনটিতে মিলবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড। এই মোড চালু করে পানির নিচেও ভিডিও করা কিংবা ছবি তুলতে পারবেন অ্যাডভেঞ্চারপ্রেমী ও ফটোগ্রাফিপ্রেমীরা পাশাপাশি প্রতিকূল পরিবেশে বা দৈনন্দিন ব্যবহারে দুশ্চিন্তামুক্ত ভাবে ফোনটি ব্যবহারের সুযোগ মিলবে বলেও ধারণা প্রযুক্তি বোদ্ধাদের।
ফোনটির এআই ইরেজার ২.০ ফিচার ব্যবহার করে খুব সহজেই ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, আর এআই রিফ্লেকশন রিমুভার গ্লেয়ার বা প্রতিফলন দূর করে আরও পরিষ্কার ও প্রফেশনাল লুকিং ছবি দেয়। এআই আনব্লার ফিচার ঝাপসা বা ফোকাস হারানো ছবিকে আবার স্পষ্ট করে তোলে, ফলে প্রতিটি মুহূর্ত ধরা পড়ে নিখুঁতভাবে।
এছাড়াও এআই ক্লিয়ারিটি এনহান্সার ছবির প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে এডিট করে উপহার দেয় ঝকঝকে, হাই-ডেফিনিশন ইমেজ। অভ্যন্তরীণ প্রযুক্তির দিক থেকে, অপো এ৫ প্রো-এ ব্যবহার করা হয়েছে স্মার্ট কালারওস ১৫ লাইট, যা চালিত হচ্ছে শক্তিশালী ট্রিনিটি ইঞ্জিনের মাধ্যমে। এই শক্তিশালী কম্বিনেশন নিশ্চিত করে স্মুথ, স্থিতিশীল ও দক্ষ পারফরম্যান্স-হোক সেটা মাল্টিটাস্কিং, ভিডিও দেখা বা যেকোনো অ্যাপ ব্যবহার।