স্ন্যাপড্রাগনের কাস্টম এইট এলিট চিপসহ আসছে ওয়ানপ্লাস ১৩

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহে স্ন্যাপড্রাগন সামিটে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম। চিপসেটটির নাম সম্পর্কে জানা না গেলেও গুঞ্জন রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ বা এইট এলিট নামে আসতে পারে। তবে যে নামেই আসুক ওয়ানপ্লাস ১৩ এ প্রথম এ চিপ ব্যবহার করা হবে।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে উইবোতে পোস্ট দেন ওয়ানপ্লাসের কর্মী সাই জুঝুয়ান। তার তথ্যানুযায়ী, স্ন্যাপড্রাগন নতুন যে চিপসেটটি আনছে ওয়ানপ্লাস সেটির কাস্টম ভার্সন ব্যবহার করবে।

অভ্যন্তরীণ তথ্যের বরাতে ওই কর্মী জানায়, কাস্টম চিপসেটটি অ্যাপলের এ১৮ এর তুলনায় বেশি বিদ্যুৎসাশ্রয়ী। প্রযুক্তিবিদদের মতে এ তথ্য সত্য হলে স্মার্টফোনের জন্য কার্যকর চিপসেট সরবরাহকারী হিসেবে পুনরায় শীর্ষে চলে আসবে কোয়ালকম। পোস্টে বলা হয়, কাস্টমের তুলনায় বেজ ভার্সন কম বিদ্যুৎ সাশ্রয়ী।

স্ন্যাপড্রাগন এইট এলিটের বিষয়ে এবারই প্রথম তথ্য প্রকাশ্যে এসেছে তা নয়। আগস্টে ফাস হওয়া ডাটাশিটের তথ্যানুযায়ী, চিপসেটের দুটি মডেল রয়েছে। একটি হলো এসএম৮৭৫০ এবং অন্যটি এসএম৮৭৫০পি।

বাজার বিশ্লেষকদের মতে, পি ভ্যারিয়েন্টটি পারফরম্যান্স নির্ভর মডেল হতে পারে। আনুষ্ঠানিকভাবে খুব শিগগিরই নতুন চিপসেট সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ওয়ানপ্লাস ১৩ এর বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্যও ফাঁস হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ডিভাইসে কার্ভড টুকে এলটিপিও ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসের পেছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম ও ৫০ ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকতে পারে। স্মার্টফোনটিতে ডুয়াল সেলের ৫ হাজার ৮৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে। সূত্র: গিজমোচায়না
image

আপনার মতামত দিন