স্টারলিংকের কিট মিলছে রায়ান্সে

প্রকাশ: মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কম্পিউটার ও আইটি পণ্যের বিশ্বস্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রায়ান্স এখন আনছে নতুন এক সংযোজন-স্টারলিংক কিট। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফিজিক্যাল শপ থেকেও এই কৃত্রিম উপগ্রহনির্ভর ইন্টারনেট সেবার কিট বিক্রির অর্ডার নিচ্ছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন ও আকর্ষণীয় সুযোগ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৩০ জুন (সোমবার) জানানো হয়, অর্ডার নেওয়া শুরু হলেও প্রোডাক্ট ডেলিভারি শুরু হবে ১০ জুলাই থেকে।

এতে আরো জনানো হয়, বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিটেইলার হিসেবে রায়ান্সের ওয়েবসাইট এবং শপ থেকে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টারলিংক ইন্টারনেট কিট নির্বাচন করে অর্ডার করতে পারবেন। এছাড়াও কাস্টমার সার্ভিস টিম থেকে সাপোর্টও দেওয়া হবে। 

রায়ান্সের সংশ্লিষ্ট কর্মকর্তা সাদ আক্কাস শুভ জানান, এই উদ্যোগ দেশের প্রত্যন্ত ও কম সংযুক্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে, যেখানে প্রত্যেক নাগরিক উন্নত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে।

image

আপনার মতামত দিন