চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইকিউওও নতুন ফোন বাজারে এনেছে। যার মডেল আইকিউওও ১৩। এটি আগের মডেল ১২ এর সাকসেসর। জানুন এই ফোনে কী কী ফিচার থাকছে। ৩০ অক্টোবর চীনে এই ফোনটি বাজারে আসে। এবার বিশ্ব বাজারে ফোনটি আসতে চলেছে।
এই ফোনে হালো লাইট ফিচার থাকবে। আইকিউওও ১৩ ফোনে থাকবে একটি টুকে এলটিপিও অ্যামোলিড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে একটি কিউ২ গেমিং চিপসেট।
আইকিউওও ১৩ ফোনে অ্যানড্রয়েড ১৫ এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি ইনবিল্ট র্যাম থাকার কথা রয়েছে। আর সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১ টিবি।
আইকিউওও ১৩ ফোনে ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
এই ফোনে ৬.৮২ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকছে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।