স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই

প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ইভেন্টে সম্প্রতি একই সঙ্গে চারটি নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং। এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই অন্যতম। অনুষ্ঠানে গ্যালাক্সি ওয়াচটির বিভিন্ন ফিচার তুলে ধরা হয়।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই জুন মাসে উন্মোচন করা হয়েছিল। এবার গ্যালাক্সি ওয়াচ এফই এর একটি নতুন এলটিই সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি। অর্থাৎ যেকোনো জায়গা থেকে এখন আপনি কল নিতে, বার্তা পাঠাতে এবং আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। এমনকি ফোনের সংযোগ না থাকলেও। 

এটি ব্ল্যাক (কালো), সিলভার (ধূসর) এবং পিংক গোল্ড (গোলাপি সোনালি) রঙে আসবে। 
গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই–এর দাম শুরু হচ্ছে ২৪৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৯ হাজার ৮৩৩ টাকা থেকে। 
image

আপনার মতামত দিন