ওয়ানপ্লাসের ১৬ জিবি র‌ামের শক্তিশালী ব্যাটারির ফোন

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লান এই প্রথম ১৬ জিবি র‌ামের শক্তিশালী ব্যাটারির ফোন আনল। যার মডেল ওয়ানপ্লাস এইস ৫। এই ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এই ফোনের প্রো ভার্সনও বাজারে পাওয়া যাচ্ছে।

ওয়ানপ্লাস এইস ৫ সিরিজের ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্রসেসর সুপার-ফাস্ট চার্জিং সাপোর্ট, ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি বিশাল ব্যাটারি রয়েছে। এইস ৫ মডেলে ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

চীনে ওয়ানপ্লাস এইস ৫ পাওয়া যাচ্ছে ১২/১২৫  জিবি ভার্সনে। যার দাম ২,২৯৯ চাইনিজ ইউয়ান । অন্যদিকে, এইস ৫ প্রো পাওয়া যাচ্ছে ১২/২৫৬ জিবি কনফিগারেশনে। যার দাম৩,৩৯৯ ইউয়ান। এছাড়াও এই ফোনের ১৬/২৫৬ জিবি ভার্সন কেনা যাবে ২৫০০ ইউয়ানে।

ওয়ানপ্লাস এইস ৫ কিনতে পাওয়া যাবে– গ্র্যাভিটি টাইটেনিয়াম, ফুল স্পিড ব্ল্যাক এবং সেলাডন সিরামিক স্পেশাল এডিশনে।

অন্যদিকে, ওয়ানপ্লাস এইস ৫ প্রো কিনতে পাবেন স্টারি স্কাই পার্পল, সাবমেরিন ব্ল্যাক এবং হোয়াইট মুন সিরামিক স্পেশাল এডিশনে। এই সিরিজের মডেল গ্লোবাল মার্কেটে ওয়ান প্লাস ১৩আর নামে জানুয়ারিতে লঞ্চ হবে।

image

আপনার মতামত দিন