আগামী মে মাসে বন্ধ হচ্ছে স্কাইপ পরিষেবা

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মাইক্রোসফট অবশেষে তাদের অডিও-ভিডিও কলিং পরিষেবা স্কাইপ বন্ধ করে দিচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্কাইপ এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ একসময় বিপ্লব ঘটিয়েছিল যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে ল্যান্ডফোন ব্যবহারের প্রবণতায় বড় ধরনের পরিবর্তন এনেছিল। কম খরচে অডিও ও ভিডিও কল করার সুবিধার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।  

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ কম্পিউটরের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়া কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। কিন্ত তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল, তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়।

মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

স্কাইপ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১১ সালে মাইক্রোসফট এটি অধিগ্রহণ করে। মালিকানা পেতে তারা তখন ৮.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। যা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল। সূত্র: বিবিসি, দ্য নিউ ইয়র্ক
image

আপনার মতামত দিন