ব্যবসার সুবিধায় নতুন এআই মডেল আনলো আইবিএম

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ব্যবসায়ের সবিধার জন্য নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে আইবিএম। ‘গ্রানাইট ৩.০’ নামের এই মডেলটি মূলত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জেনারেটিভ এআই প্রযুক্তি ক্রমবর্ধমান চাহিদাকে পূরণে আনা হয়েছে।

 আইবিএমের গ্রানাইট ফ্যামিলির অন্যান্য এআই মডেলের মতো নতুন মডেলটিও ওপেনসোর্স হিসেবে তৈরি করা হয়েছে, ফলে যে কেউ এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। একই সুবিধার ক্ষেত্রে মাইক্রোসফট গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে।

তবে আইবিএম ওয়ানটসনএক্স নামের আরেকটি পেইড টুলসও সরবরাহ করে, যেটি ডাটা সেন্টারে কাস্টোমাইজড হিসেবে ব্যবহৃত হয়।

বাণিজ্যিক ব্যবহারের জন্য সোমবার থেকে নতুন গ্রানাইট মডেল পাওয়া যাচ্ছে। ওয়ানসনএক্সের পাশাপাশি এনভিডিয়ার স্টক অব সফটওয়্যার টুলসেও মডেলগুলো পাওয়া যাবে। সূত্র: দ্য রয়টার্স।
image

আপনার মতামত দিন