এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেবে ফ্লোরা সিস্টেমস

প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তরের কাজ করবে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা সিস্টেমস লিমিটেড। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির ফলে এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে উন্নত করতে কাজ করবে ফ্লোরা, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা দেবে।

ডিজিটাল রূপান্তর কার্যক্রম উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ শাহাদাত হোসেন প্রমুখ।

চুক্তির আওতায় ফ্লোরা সিস্টেমসের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সফটওয়্যার দিয়ে এনসিসি ব্যাংকের ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। সিবিএসের হালনাগাদ সংস্করণ ব্যাংকের সেবার মান, দক্ষতা ও নিরাপত্তা বাড়াবে।

প্রসঙ্গত, ফ্লোরা ব্যাংক সিবিএস একটি ব্যাংকিং সফটওয়্যার। দেশে তৈরি এই সফটওয়্যার আটটির বেশি ব্যাংকে পূর্ণাঙ্গ সিবিএস হিসেবে এবং সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
image

আপনার মতামত দিন