অবৈধ অভিবাসীদের দেশে ফেরার অ্যাপ বানালো ট্রাম্প প্রশাসন

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃক চালু করা এই অ্যাপটি অভিবাসন নীতির কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১১ মার্চ) রয়টার্সের এ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, “এই অ্যাপ অভিবাসীদের এখনই স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগ দিচ্ছে, যাতে ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনা থাকে। যারা এই সুযোগ গ্রহণ করবে না, তাদের চিহ্নিত করা হবে, বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে তারা আর যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না।”

ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিকে আরও কঠোর করার লক্ষ্যে আগামী ১১ এপ্রিল থেকে নতুন একটি বিধান কার্যকর করতে যাচ্ছে। এই বিধান অনুযায়ী, অবৈধ অভিবাসীদের সরকারে নিবন্ধন করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে জরিমানা বা কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, ‘সিবিপি হোম’ অ্যাপ চালুর মাধ্যমে ট্রাম্প প্রশাসন বাইডেনের শাসনামলে চালু হওয়া ‘সিবিপি ওয়ান’ অ্যাপ বন্ধ করে দিয়েছে। বাইডেনের সময়ে এই অ্যাপটি মেক্সিকোতে অপেক্ষমাণ প্রায় ১০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের ফলে মেক্সিকো সীমান্তে অপেক্ষমাণ অভিবাসীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে বৈধ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও নতুন নীতির কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। উদাহরণস্বরূপ, ভেনেজুয়েলার নাগরিক জসনেক্সি মার্তিনেজ ‘সিবিপি ওয়ান’ অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু নতুন নীতির কারণে তিনি এখন উদ্বেগে আছেন। সূত্র: রয়টার্স।
image

আপনার মতামত দিন