ভিডিও তৈরির এআই টুল নিয়ে এলো অ্যাডোবি

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
লিখিত নির্দেশনা থেকে ভিডিও তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সুবিধা উন্মুক্ত করেছে অ্যাডোবি। এখন ব্যবহারকারীরা অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও মডেল নামের টুলটি ব্যবহারের মাধ্যমে যেকোনো ছবি ও বার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পছন্দের ভিডিও তৈরি করতে পারবে। প্রাথমিকভাবে আগে থেকে নিবন্ধন করা ব্যবহারকারীরা টুলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

অ্যাডোবির ভাষ্যমতে, জেনারেটিভ এই এআই টুলটি ভিডিও তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই মেধাস্বত্বহীন আধেয় ব্যবহার করে পছন্দের ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, তৈরি করা ভিডিও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীনও হতে হবে না তাদেরকে। লিখিত নির্দেশনা থেকে ভিডিও তৈরির টুলটি ব্যবহার করে ভিডিওর অ্যাঙ্গেল, মোশন ও জুম নিয়ন্ত্রণ করা যাবে।

নতুন এই ফিচার সম্পর্কে অ্যাডোবির ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রিনফিল্ড বলেন, ভিডিও নির্মাতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকে আরও সহজ করার জন্য টুলটি তৈরি করা হয়েছে। আর তাই ক্যামেরার অবস্থান, অ্যাঙ্গেল ও মোশনবিষয়ক বিভিন্ন কারিগরি দিক সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে টুলটিকে।

নতুন এই টুল উন্মুক্তের মধ্য দিয়ে এআই প্রযুক্তিতে ওপেনএআই ও মেটার সঙ্গে সরাসরি প্রতিযোগীতা শুরু করলো প্রতিষ্ঠানটি। এর আগে মেটা এআই ভিত্তিক টুল আনার ঘোষণা দিয়েছে। সূত্র: অ্যাডোবি
image

আপনার মতামত দিন