‘ভ্রমণিকা’ অ্যাপ: ডিজিটাল যুগে ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী

প্রকাশ: বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগল প্লে-স্টোরের কোটি কোটি অ্যাপসের মাঝে শীর্ষ ১০ এ স্থান করে নিয়েছে ‘ভ্রমণিকা’ মোবাইল অ্যাপ। কক্সবাজার জেলাপ্রশাসনের ডেভেলপ করা অ্যাপটি উম্মোচনের প্রথম সপ্তাহেই ব্যাপক সাড়া জাগিয়ে ট্রাভেল অ্যান্ড লোকাল ক্যাটাগরিতে ৮ম স্থানে উঠে এসেছে। ডাউনলোড হয়েছে ১০ হাজারের বেশি। ব্যবহারকারী রিভিউয়ে ৪+।

এই তালিকায় শীর্ষে রয়েছে রেডিসন হোটেল। দ্বিতীয় রেলসেবা অ্যাপ। আর তৃতীয়তে আছে ফরচুন জেমস মাস্টারি।

 ইংরেজি নববর্ষ উপলক্ষে গত ১ জানুয়ারি  কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ উপহার হিসেব ‘ভ্রমণিকা’ ট্যুরিস্ট গাইড অ্যাপটি উদ্বোধন করা হয়। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সহজলভ্য করতে তৈরি এই অ্যাপটি কক্সবাজার ভ্রমণের পরিকল্পনায় একটি ‘Personal Travel Guide’ হিসেবে কাজ করছে।
image

আপনার মতামত দিন