চলমান লিফট ছিঁড়ে গেলে যা করতে হবে

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
লিফট প্রযুক্তির সেরা আবিষ্কারের একটি। বর্তমানে লিফট ব্যবহার মানুষের সময় কমিয়ে প্রশান্তি দিয়েছে। কারণ উঁচুতলা ভবনগুলো লিফট ছাড়া কল্পনা করা যায় না। কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটির সময় লিফট ছিঁড়ে ঘটে বিপত্তি।

আসুন জেনে নেই লিফট ছিঁড়ে গেলে কী করবেন-

# লিফট ছিঁড়ে যখন পড়ে যেতে থাকবে তখন যত দ্রুত চিৎ হয়ে দুই হাত ও পা ছড়িয়ে লিফটের মেঝেতে শুয়ে পড়া একমাত্র নিরাপদ কৌশল।সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে আপনার অনেক ক্ষতি হতে পারে।

# লিফটে বেশি মানুষ থাকলে লিফটের মেঝেতে বসে পড়তে হবে। আপনি দাঁড়িয়ে থাকলে অস্থিতে যে পরিমাণ চাপ পড়ত তার তুলনায় অস্থিতে কম চাপ পড়বে এ পজিশনে। যদি বসে পড়ার মতো জায়গা না থাকে, তাহলে অন্তত চেষ্টা করুন হাঁটু বাঁকা করে রাখতে, এটিও পায়ের বল কমাতে কিছুটা সাহায্য করবে।

# কখনোই লাফ দেবেন না। লাফালাফি করলে লিফট আরো বেশি গতিতে আছড়ে পড়বে। লাফের কারণে আপনি মাথায় আঘাত পেতে পারেন।

image

আপনার মতামত দিন