ডিলিট হওয়া ফোন নম্বর ফিরিয়ে আনতে যা করবেন

প্রকাশ: রবিবার, ১৬ জুন, ২০১৯
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রযুক্তির কল্যাণে হারিয়ে যাওয়া সব কিছুই এখন ফিরিয়ে আনা সম্ভব। যেমন, ছবি, ভিডিও, মোবাইল নম্বর ইত্যাদি। হয় তো কিছু দিন সময় লাগে। তবে ফিরে পাওয়া সম্ভব।

ধরেন প্রয়োজন না হওয়ায় কয়েক সপ্তাহ আগেই একটি ফোন নম্বর ডিলিট করে দিলেন, কিন্তু হঠাৎ করেই সেটি প্রয়োজন হলো। তখন কী করবেন?

ডিলিট হওয়া নম্বর ফিরিয়ে আনতে গুগল কনট্যাক্টসের সাহায্য নিতে পারেন। এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতো বলেই এর নাম দেয়া হয়েছে ট্র্যাশ।

গুগল কনট্যাক্টসে গিয়ে আদার কনট্যাস্টের নিচে ট্র্যাশ অপশন দেখতে পাবেন।

যেসব ফোন নম্বর ডিলিট হয়েছে সেই সব কন্টাক্ট এতে পেয়ে যাবেন। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকে- Delete Forever বা Recover। এর মধ্যে থেকে Recover বেছে নিতে হবে।

ফিচারটি এখন গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। ডিলিট হওয়া নম্বর ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব।

image

আপনার মতামত দিন