পাঠানো মেইল ফেরত আনা যাবে জিমেইলে

প্রকাশ: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
অফিসে কিংবা জীবনের প্রয়োজনে তথ্য আদান-প্রদান করতে প্রতিনিয়তই আমরা মেইল করে থাকি। কিন্তু অনেক সময় মেইল পাঠানোর সময় তাড়াহুড়োর জন্য মেইলের সেন্ড বাটনে চাপ পড়ে ভুল মেইল চলে যাওয়ায় অনেকেই আবার তা ফেরত আনতে চান।

অনেকেরই মনে হয় মেইলটি ফেরত এনে যদি একটু সংশোধন করে আবার পাঠানো যেত। তবে এমন কোনো সুযোগ এর আগে জিমেইলের অ্যাপে ছিল না।

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর হলো- সম্প্রতি বিশ্বখ্যাত ওয়েব মেইল প্রোভাইডার জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে ‘আনডু সেন্ড’ বাটন। এতে পাঠিয়ে দেয়া মেইল আবার ফেরত আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।

জিমেইলের অ্যাপটির ৮.৭ সংস্করণে আনা এই ফিচার ব্যবহারকারীদেরকে এ সব সমস্যা থেকে মুক্তি দেবে। সম্প্রতি এ সুবিধা জিমেইলের ওয়েব ভার্সন ব্যবহারকারীরা পেয়েছেন।

এই ফিচার অনুসারে কোনো ব্যবহারকারী মেইল পাঠিয়ে দেয়ার ১০ সেকেন্ডের মধ্যে তা বাতিল করতে চাইলে তা করতে পারবেন। সূত্র : বিজনেসটুডে

image

আপনার মতামত দিন